পিরোজপুরে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মধুমতি নদ থেকে রবীন্দ্রনাথ বিশ্বাস (৬৫) নামে এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় লোকজন এ মরদেহ উদ্ধার করে। নিহত রবীন্দ্রনাথ বিশ্বাস মালিখালী ইউনিয়নের তাড়াইল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।
নিহতের ছেলে রথীন বিশ্বাস জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বাবা ঘুরতে ঘর থেকে বের হবার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে লড়া গ্রামের মধুমতি নদের চরে তার লাশ স্থানীয়রা দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়। পরে রথীন বিশ্বাস তার বাবার লাশ সনাক্ত করে বাড়িতে নিয়ে সৎকারের প্রস্তুতি নিচ্ছেন।
হাসান মামুন/এসএস/পিআর