হবিগঞ্জে ধান চাল সংগ্রহ অভিযান শুরু


প্রকাশিত: ১০:৫০ এএম, ২১ মে ২০১৫

হবিগঞ্জে চলতি বোরো মৌসুমে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের বগলা বাজার এলাকায় অবস্থিত খাদ্য গুদামে এ কর্মসূচির উদ্বোধন করেন এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির।

জেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, এ বছর সরকারিভাবে জেলার ১০টি গুদামে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৬১ মেট্রিক টন এবং ধান ২ হাজার ১৫১ মেট্রিক টন। ধানের ক্রয় মূল্য ধরা হয়েছে প্রতি কেজি ২২ টাকা এবং চালের ক্রয় মূল্য প্রতি কেজি ৩২ টাকা।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।