নফিছাকে সেলাই মেশিন দিল এক হৃদয়বান
দুঃখের সাগরে ডুবন্তপ্রায় নফিছা বেগমের পাশে দাঁড়িয়েছেন হৃদয়বান এক ব্যক্তি। তবে মহান এই ব্যক্তি নাম-পরিচয় দিতে অনিচ্ছুক। তিনি নফিছাকে একটি সিঙ্গারের সেলাই মেশিন দিয়েছেন। এর আগে গত ঈদুল ফিতরের দু’দিন আগে নগদ পাঁচ হাজার টাকাও দিয়েছিলেন তিনি।
মহান এই হৃদয়বান ব্যক্তির চাওয়া নফিছা যেন সেলাই মেশিনটি দিয়ে রুটি-রুজির ব্যবস্থা করতে পারেন। এছাড়া মেজর মো. কামরুজ্জামান খাঁন নামের আরেক হৃদয়বান ব্যক্তির দেয়া নগদ দুই হাজার টাকাও নফিছার কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারে সেই নফিছা বেগমের হাতে সেলাই মেশিন ও নগদ দুই হাজার টাকা হস্তান্তর করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন হাসান-রাবেয়া ফাউন্ডেশনের সভাপতি শামছুল আলম আখঞ্জি টিটু, সহ-সভাপতি দুলাল কান্তি পাল, সাধারণ সম্পাদক সাহাজ উদ্দিন সাজন, টাঙ্গুয়ার হাওর শিল্পী গোষ্ঠির সভাপতি আবুল কালাম, টাঙ্গুয়ার হাওর সহ-ব্যবস্থাপনা কমিটির সাবেক কোষাধ্যক্ষ উপজেলা ছাত্রদল নেতা জিয়াউর রহমান, স্থানীয় যুবলীগ নেতা মানিক পাল, শাহিন আখঞ্জি প্রমুখ।
উল্লেখ্য সংবাদ প্রকাশের পর নাম প্রকাশে অনিচ্ছুক আরও দুই হৃদয়বান ব্যক্তি দুই হাজার ও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সামায়ুন কবির দুই হাজার টাকা সহায়তা দেন নফিছা বেগমকে। যা এর আগে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এর আগে গত ২৩ জুন শুক্রবার জাগোনিউজ২৪.কম এ ‘ঝলসানো মুখটা দেখে কেউ কাজ দিতে চায় না’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়।
রাজু আহমেদ রমজান/এমএএস/পিআর