কুষ্টিয়ায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী
কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় শাকিল আহম্মেদ পাপ্পু (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের বহলবাড়ীয়া গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শাকিল আহম্মেদ পাপ্পু মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন।
গোবিন্দপুর এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ভেড়ামারাগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাকিল মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
আল-মামুন সাগর/এএম/আরআইপি