বাগেরহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী
বাগেরহাটের ফকিরহাটে পানিতে ডুবে দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার আট্রাকি গ্রামে গোডাউন মোড়ের একটি পুকুরে খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায় তারা।
এ সময় এলাকাবাসী তাদের উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
পরে পুলিশ এসে মৃত দুই শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করে। মৃত দুই শিশু আট্রাকি গ্রামের ইলিয়াজ হোসেন ও রুবেল হাওলাদারের কন্যা।
শওকত আলী বাবু/এএম/আরআইপি