গ্রিল ভেঙে পুলিশ কর্মকর্তার বাসায় চুরি


প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০৮ জুলাই ২০১৭

বাগেরহাটে ট্রাফিক পুলিশের পরিদর্শক মনজুরুল হাসানের বাসায় চুরির ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে ওই বাসার দোতলা ভবনের গ্রিল ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটে নেয় চোরেরা।

বাগেরহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক এসআই মনজুরুল হাসান বলেন, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতের খাবার খেয়ে আমিসহ আমার স্ত্রী ও ছেলে ঘুমিয়ে যাই। চোরেরা ঘরে চেতনানাশক স্প্রে করে ঘরে থাকা আলমারিসহ অন্যান্য মালামাল তছনছ করে।

এ সময় তারা আলমীরাতে থাকা আড়াই ভরি স্বার্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরদের আটকের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

শওকত আলী বাবু/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।