ভোলায় মসজিদের ঈমাম গুলিবিদ্ধ


প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২১ মে ২০১৫

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিম উদ্দিন বাজারে শটগানের গুলিতে আহত হয়েছেন মসজিদের ঈমাম। বৃহস্পতিবার দুপুর সোয়া একটায় জসিম উদ্দিনের ছেলে জুলফিকার নামের এক যুবকের হাতে থাকা শটগান থেকে ওই গুলি বের হয় বলে স্থানীয়রা জানান।

এদিকে ঘটনা গোপন রাখতে আহত ঈমামকে হাকিমুদ্দিন বাজারের এক পল্লী চিকিৎসকের দোকানে প্রাথমিক চিকিৎসা দিয়ে লুকিয়ে রাখেন গুলি ছোড়া যুবকের স্বজনরা।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায় এমন ঘটনা নিশ্চিত করে জানান, পুলিশ তদন্ত করছে। এলাকার আধিপত্ত বিস্তারের জন্য শটগান নিয়ে মহড়া দিচ্ছিলেন জুলফিকার গ্রুপ। ওই সময় অসাবধানতাবশত শটগান থেকে গুলি বেন হয়ে যায়। তবে এসব অস্ত্র অবৈধ বলে জানান স্থানীয়রা। অভিযোগ রয়েছে বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করছেন বোরহানউদ্দিন যুবলীগের কয়েকজন নেতা।

অমিতাভ অপু/এমজেড/আরআইপি




পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।