শেরপুরে সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র দাখিল
শেরপুর জেলায় উপজেলা পরিষদ সমূহে সংরক্ষিত নারী সদস্য পদে ৫ উপজেলায় ১৮ পদে ৪৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার ও অন্যান্য উপজেলায় সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেসুর রহমান জাগো নিউজকে জানান, আগামী ২৩ মে প্রার্থীতা বাছাই, ৩০ মে প্রার্থীতা প্রত্যাহার ও আগামী ১৫ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রতিটি উপজেলা এবং যেসব উপজেলায় পৌরসভা রয়েছে, সেসব এলাকার জনসংখ্যার অনুপাতে উপজেলা পরিষদে সংরক্ষিত মহিলা কোটা চালুর সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত মতে, প্রতিটি উপজেলার অধিভুক্ত ইউনিয়ন পরিষদ ও পৌর পরিষদে নির্বাচিত নারী সদস্যদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের মধ্য থেকেই প্রতি উপজেলায় সংরক্ষিত নারী সদস্য নির্বাচনের বিধান চালু করা হয়।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোখলেসুর রহমান জাগো নিউজকে জানান, ২১ মে মনোনয়পত্র দাখিলের শেষ দিনে শেরপুরের ৫ উপজেলায় ১৮ পদের বিপরীতে ৪৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে শেরপুর সদর উপজেলায় ৫ পদের বিপরীতে ১১ জন, নালিতাবাড়ী উপজেলায় ৪ পদের বিপরীতে ১২ জন, শ্রীবরদী উপজেলায় ৪ পদের বিপরীতে ৬ জন, নকলা উপজেলায় ৩ পদের বিপরীতে ৯ জন ও ঝিনাইগাতী উপজেলায় ২ পদের বিপরীতে ৫ জন প্রার্থী হয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা আরও জানান, এ নির্বাচনে জেলার ৫২ ইউনিয়ন ও ৪ পৌরসভায় নির্বাচিত ১৬৮ জন নারী সদস্য তাদের স্ব-স্ব উপজেলায় সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত করতে ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে শেরপুর সদর উপজেলায় ১৪টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা থেকে নির্বাচিত ৪৫ জন, নালিতাবাড়ী উপজেলায় ১২ ইউনিয়ন পরিষদ ও ১ পৌরসভা থেকে নির্বাচিত ৩৯ জন, শ্রীবরদী উপজেলায় ১০ ইউনিয়ন পরিষদ ও ১ পৌরসভা থেকে নির্বাচিত ৩৩ জন, নকলা উপজেলায় ৯ ইউনিয়ন পরিষদ ও ১ পৌরসভা থেকে নির্বাচিত ৩০ জন ও ঝিনাইগাতী উপজেলায় ৭ ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচিত ২১ জন মহিলা সদস্য ভোটার রয়েছেন।
হাকিম বাবুল/এমজেড/এমএস