জয়পুরহাটে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ


প্রকাশিত: ১২:১১ পিএম, ০৯ জুলাই ২০১৭

জয়পুরহাটের আটাপাড়া সীমান্ত এলাকা থেকে আল আমিন (৩২) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ।

রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আল-আমিন ভোলা জেলার রাণীনগর গ্রামের ফখরুল বিশ্বাসের ছেলে।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমতিয়াজ চৌধুরী বিএসএফের উদ্ধৃতি দিয়ে জানান, আল-আমিন আটাপাড়া সীমান্ত এলাকার ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করলে তাকে বিএসএফ ধরে নিয়ে যায়। তাকে উদ্ধারে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

রাশেদুজ্জামান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।