ভোলায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০


প্রকাশিত: ০৭:৫০ এএম, ২২ মে ২০১৫

ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা এলাকায় কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। গত রাত থেকে দুপুর পর্যন্ত ৪ দফা সংঘর্ষ হয়েছে। এ পর্যন্ত আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ছাত্রলীগের সভাপতি রাসেল ও সম্পাদক রিমন গ্রুপের মধ্যে প্রথম সংঘর্ষের সূত্রপাত ঘটে। জানা গেছে, এক গ্রুপের নেতৃত্বে রয়েছেন ইউপি চেয়ারম্যান আব্দুর রব। অপর গ্রুপে রয়েছেন আওয়ামী লীগের সম্পাদক।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ৩ থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান দক্ষিণ আইচা থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ।

অমিতাভ অপু/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।