হাসপাতালে চিকিৎসা নিতে এসে সংঘর্ষ, আটক ১০
লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন ও প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদীনসহ আটজন আহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষের নারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। রোবববার বিকেলে সদর হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। তবে আটকরা সবাই আহত ছিলেন।
আটকরা হলেন বিবি হাজেরা, নাজমুন নাহার, আজাদ মানিক, মো. রাসেল, শাওন, ফাহমিনা আক্তার, সফিকুল আল রফিক, সহিদ আলম ভূইয়া, রেজিনা ও মাহমুদা বেগম।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের রূপচরা গ্রামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। আহতদের কয়েকজন সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।
খবর পেয়ে প্রতিপক্ষের লোকজন হাসপাতালে জড়ো হয়। একপর্যায়ে আজাদ মানিক ও সহিদ আলম ভূঁইয়াদের লোকজন ফের সংঘর্ষে জড়ায়। এ সময় সদর হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।
হাসপাতালের কর্তব্যরত জরুরি বিভাগের মেডিকেল অফিসার জয়নাল আবেদীন জানান, হাসপাতালে বিবি হাজেরাসহ পাঁচজন চিকিৎসা নিতে আসেন। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন হামলা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
লক্ষ্মীপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় জন্য উভয় পক্ষের ১০ জনকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কাজল কায়েস/এএম/আরআইপি