কুষ্টিয়ায় টয়লেটে মিলল গৃহবধূর গলাকাটা মরদেহ
কুষ্টিয়ায় মিরপুরে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (০৯ জুলাই) দুপুরে উপজেলার পোড়াদহ ইউনিয়নের বাবুপাড়া নিজ বাড়ির টয়লেট থেকে সাহেরা খানুত (৫৫) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
সাহেরা ওই গ্রামের এলজিইডির অবসরপ্রাপ্ত কর্মচারী উমদাদ হোসেনেরে স্ত্রী। মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখনও পরিষ্কার করে কিছু বলা সম্ভব হচ্ছে না। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আল-মামুন-সাগর/এএম/এমএস