বাগেরহাট-খুলনা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন


প্রকাশিত: ১২:১২ পিএম, ১০ জুলাই ২০১৭

বাগেরহাটের ভৈরব নদীর ভাঙনের কবলে পড়ে হুমকির মুখে পড়েছে পুরাতন বাগেরহাট-খুলনা সড়ক। এরই মধ্যে বাগেরহাট সদরের যাত্রাপুর ইউনিয়নের মুচিঘাট নামক স্থানে নদী ভাঙনের শিকার হয়ে সড়কটির অর্ধেকেরও বেশি নদীতে বিলীন হয়ে গেছে।

সেই সঙ্গে সড়কটির বাকি অংশে ফাটল দেখা দেয়ায় যেকোনো সময় পুরো সড়কটি নদীতে বিলিন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় বিকল্প কোনো পথ না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এসড়কটি দিয়ে যানবাহন চলাচল করছে।

এদিকে গুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কার নিয়ে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক বিভাগ পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড বলছে, গুরুত্বপূর্ণ রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগের। তাই সড়কের সংস্কার করার দায়িত্ব তাদের।

অপরদিকে, সড়ক ও জনপথ বিভাগ বলছে নদী ভাঙনের কারণে সড়কটি ভেঙে গেছে। তাই পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব ভৈরব নদীর পাইালিংয়ের কাজ করা। তাহলে সড়কটি ভাঙনের কবল থেকে রক্ষা পাবে।

সড়কটিতে চলাচল করা বিভিন্ন যানবাহনের চালকরা জানান, প্রতিদিন সড়কটি দিয়ে মাহেন্দ্র, ইজিবাইক ও মালবাহী ট্রাকসহ শত শত যানবাহন চলাচল করে। সড়কটি ভেঙে ঝুঁকিপূর্ণ হওয়ায় এরই মধ্যে ছোট-খাট দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীসহ বিভিন্ন যানবাহনকে।

এর আগেও যাত্রপুরের এই একই স্থনে নদী ভাঙনের কারণে সড়কটির কিছু অংশ নদীতে বিলীন হয়ে গিয়েছিল। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এই সড়কটি সংস্কারের দাবি জানান।

এ বিষয়ে যাত্রাপুর ইউপি চেয়ারম্যান এমএ মতিন বলেন, জায়গাটি একাধিকবার ভাঙনের কবলে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজের কারণে বারবার নদী ভাঙনে সড়কটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি এলাকাবাসির পক্ষ থেকে দ্রুত সড়কটি মেরামতের দাবি জানাচ্ছি।

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রাশিদুর রেজা বলেন, নদী ভাঙনে সড়কটির কিছু অংশ ধসে নদীতে বিলিন হয়ে গেছে। যার সংস্কার কাজ করবে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া সড়কটি সচল রাখতে ও ঝুঁকি এড়াতে সড়কটির পাশে ইটের সোলিং দিয়ে সাময়িক সম্প্রসারণ করা হয়েছে। যাতে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খুশী মোহন সরকার বলেন, আমি বাগেরহাট-খুলনা পুরাতন সড়কে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছি। আপাতত নদী পাইলিংয়ের কাজ করা হবে। যেহেতু সড়কটি সড়ক ও জনপথ বিভাগের তাই সড়ক সংস্কারের কাজ তারাই করবে।

শওকত আলী বাবু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।