শেরপুরে মানুষ-হাতির দ্বন্দ্ব নিরসনে আলোচনা সভা


প্রকাশিত: ১১:৩৮ এএম, ২৩ মে ২০১৫

শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি জনপদে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে উচ্চপর্যায়ের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আইইউসিএন ও বন বিভাগের স্ট্রেংদেনিং রিজিওনাল কো-অপারেশন ফর ওয়াইল্ডলাইফ প্রটেকশন প্রজেক্টের (এসআরসিডব্লিউপি) এর সহায়তায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এ আলোচনা সভার আয়োজন করে।

সভায় শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় বন্যহাতি উপদ্রব এলাকার ভুক্তভোগী অধিবাসী, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বনবিভাগের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় মানুষ-হাতির দন্দ্ব নিরসন সংক্রান্ত বন বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

সভায় মানুষ ও বন্য হাতির মধ্যে দ্বন্দ্বে কারণ ও প্রভাব এবং এ থেকে পরিত্রাণের উপায় সংক্রান্ত মাঠপর্যায়ের গবেষণার আলোকে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন আইইউসিএন এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইশতিয়াক উদ্দিন আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসআরসিডব্লিউপি জাতীয় বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সাবেক সচিব ড. মিহির কান্তি মজুমদার।

জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- প্রকল্প পরিচালক উপ-প্রধান বন সংরক্ষক মো. আকবর হোসেন, পাখি ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. ইনাম আল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা ফিরোজ প্রমুখ।

হাকিম বাবুল/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।