টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১১:২৪ পিএম, ১২ জুলাই ২০১৭

যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় টাঙ্গাইল জেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পাওয়ায় বুধবার টাঙ্গাইলের নলিন পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

জেলার গোপালপুর, ভূঞাপুর, কালিহাতী, নাগরপুর ও টাঙ্গাইল সদর উপজেলার নিম্নাঞ্চলের ফসলি জমি তলিয়ে গেছে ও বাড়িঘরে পানি প্রবেশ করেছে। বন্যায় জেলার ৬০ হাজার লোক পানিবন্দি হয়ে পড়েছে।

এ প্রসঙ্গে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ বলেন, উজান থেকে নেমে আসা ঢল এবং কয়েকদিনের বৃষ্টিতে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে।

এতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর পানি প্রায় প্রতিটি পয়েন্টে বৃদ্ধি পাচ্ছে এবং প্রায় সবগুলো পয়েন্টেই বিপদসীমার ওপরে রয়েছে বলে জানান তিনি।

আরিফ উর রহমান টগর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।