বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
বিদ্যুতের খুঁটি স্থাপন করতে গিয়ে খুঁটির নিচে চাপা পড়ে পিরোজপুরে রুবেল শেখ (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দুর্গাপুর ইউপি চেয়ারম্যান চান মিয়া মাঝি জানিয়েছেন, পিরোজপুরের হুলারহাট এলাকার মালেক শেখের ছেলে রুবেল শেখ অন্যান্য শ্রমিকের সঙ্গে দুর্গাপুর গ্রামে বিদ্যুতের খুঁটি স্থাপন করছিলেন।
এ সময় একটি খুঁটি পিছলে পড়ে গেলে রুবেল তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে আনা হলে চকিৎিসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসান মামুন/এফএ/পিআর