নেছারাবাদে উপ-নির্বাচনে হোসনেয়ারা জয়ী
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে উপ-নির্বাচনে মোসা. হোসনেয়ারা বেগম ৯৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসা. রিনা বেগম পেয়েছেন ৯৪৫ ভোট। বৃহস্পতিবার কঠোর নিরপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে তিনটি সেন্টারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপ-নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ হারুন বলেন, সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৩৪ ভাগ ভোট পড়েছে।
প্রসঙ্গত, ওই ওয়ার্ডের ইউপি সদস্য শিল্পী খানমের সরকারি চাকরি হওয়ায় পদটি শূন্য হয়। যে কারণে ওই সংরক্ষিত আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
হাসান মামুন/এএম/জেআইএম