কীর্তনখোলায় তেলের ট্যাংকারের সঙ্গে কার্গোর সংঘর্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৬:১১ এএম, ১৪ জুলাই ২০১৭
ফাইল ছবি

বরিশালের চরকাউয়া সংলগ্ন কীর্তনখোলা নদীতে তেলের ট্যাংকারের সঙ্গে কিলিঙ্কার বোঝাই কার্গোর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তেলের ট্যাংকারের সামনের বাম দিকের কিছু অংশ ফেটে নদীতে জ্বালানি ছড়িয়ে পড়ে এবং কার্গোটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলপ রিদর্শনকারী নৌ পুলিশ ফাঁড়ির টিএসআই মো. হারুন আর রশিদ জানান, তেলের ট্যাংকারটি চট্টগ্রাম থেকে জ্বালানি নিয়ে বরিশালে আসছিল। অন্যদিকে ভারত থেকে কিলিঙ্কার নিয়ে ঢাকা যাচ্ছিল কার্গোটি। চরকাউয়া সংলগ্ন কীর্তনখোলা নদীতে তেলের ট্যাংকারের সঙ্গে কিলিঙ্কার বোঝাই কার্গোর সংঘর্ষের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ ও বিআইডব্লিউটিএর কর্মকর্তা এবং কর্মচারীরা কাজ করছে।

সাইফ আমীন/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।