২ কোটি ২৯ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি


প্রকাশিত: ০৮:০৪ এএম, ২৪ মে ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক উদ্ধার করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় সরাইল উপজেলার কালিকচ্ছস্থ ১২ বিজিবি ব্যাটালিয়নের সদর দফতরে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ১১ হাজার ১৮০ বোতল বিদেশি মদ, তিন হাজার ৬৮২ বোতল ফেনসিডিল, এক হাজার ১৫৭.৫ কেজি গাঁজা, এক হাজার ৬৩৩ বোতল ফেনসিডিল জাতীয় সিরাপ, ২১ পিস ইয়াবা ট্যাবলেট, ৩শ প্যাকেট পাতার বিড়ি ও ৩৮ লিটার চোলাই মদ।

ধ্বংস করা এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য দুই কোটি ২৯ লাখ ৬৩ হাজার ৬শ টাকা বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার মো. শাহরিয়ার রশিদ, সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার মো. লতিফুর হায়দার, ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান প্রমুখ।

মাদকদ্রব্য ধ্বংস শেষে অনুষ্ঠানে উপস্থিত সরাইল উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদেরকে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে সচেতন করা হয়।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।