মাগুরায় রেললাইন হচ্ছে : রেলমন্ত্রী
রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাগুরায় অচিরেই রেললাইন নির্মাণ করা হবে। খালেদা জিয়ার আমলে এ খাতে সরকারি বিনিয়োগ না হওয়ায় কোনো সংস্কার হয়নি। কিন্তু শেখ হাসিনার সময় অনেক প্রকল্প হাতে নেয়ায় সারাদেশে এ খাতে ব্যাপক উন্নতি হয়েছে।
মাগুরা সদর উপজেলার রামনগর স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেলমন্ত্রী।
তিনি বলেন, জনগণ যাতে স্বল্প মূল্যে আরামদায়ক ভ্রমণ করতে পারে সে লক্ষ্যে রেলওয়ে যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক করতে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। ফলে ২০২১ সালের আগেই দেশের সকল জেলা সদরের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ স্থাপিত হবে।
অনুষ্ঠানে যুব ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকাদার, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখর, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুল লায়লা জলি প্রমুখ।
মো. আরাফাত হোসেন/এএম/আরআইপি