শেরপুরে তথ্য অধিকার আইন বিষয়ক মতবিনিময়


প্রকাশিত: ১১:০১ এএম, ২৪ মে ২০১৫

‘তথ্য পাওয়ার অধিকার, ধনী-গরিব আছে সবার’ শীর্ষক তথ্য অধিকর আইন বিষয়ক এক মতবিনিময় সভা শেরপুরে অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পর্যায়ে মানুষের জন্য ফাউন্ডেশন ও নেত্রকোনা স্বাবলম্বী উন্নয়ন সংস্থা সভার আয়োজন করে।

শেরপুর সদর উপজেলা অফিসার্স ক্লাব সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় তথ্য অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন ধারা, উপধারা, আইনের আলোকে তথ্য পাওয়ার প্রক্রিয়া, বিদ্যমান আইন অনযায়ী তথ্য না পেলে করণীয় সম্পর্কে আলোকপাত করেন জেলা তথ্য অফিসার মো. জালাল উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসএনকেএস নির্বাহী পরিচালক সাজেদা পারভীন ঝিনুক, প্রকল্প কর্মকর্তা তাপস সরকার প্রমুখ।

সভায় বলা হয়, তথ্য অধিকার আইন মাঠপর্যায়ে বাস্তবায়ন নিশ্চিত করা গেলে সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এতে দেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে। সভায় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

হাকিম বাবুল/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।