উপজেলা নির্বাচন: হবিগঞ্জে ৬৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ


প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৪ মে ২০১৫

উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচনে হবিগঞ্জের ৮ উপজেলার ২৮ টি আসনে দাখিলকৃত ৬৫ প্রার্থীর প্রত্যেকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে হবিগঞ্জ সদরে ৭ জন, নবীগঞ্জে ৯, বাহুবলে ৭, লাখাইয়ে ৫, আজমিরীগঞ্জে ৫, চুনারুঘাটে ১০, বানিয়াচংয়ে ১২ ও মাধবপুর উপজেলায় ১০ জন প্রার্থী রয়েছেন।

এদিকে প্রার্থীদের মধ্যে সদর উপজেলার ২নং আসনে তেঘরিয়া ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মাহমুদা খাতুন ও ৩ নং আসনে শায়েস্তাগঞ্জ পৌরসভার কাউন্সিলর রীনা রাণী সূত্রধর, নবীগঞ্জ উপজেলার ১ নং আসনে বাঘাউড়া গ্রামের সাজনা বেগম এবং ৪ নং আসনে পাইকপাড়া গ্রামের মরিয়ম বেগম একক প্রার্থী হওয়ায় নির্বাচনী বিধি মোতাবেক তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

তফসিল অনুযায়ী, আগামী ১৫ জুন নির্বাচনে প্রতিটি উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, একজন ভোটার একই উপজেলার প্রতিটি আসনে ভোট দিতে পারবেন। যে সকল আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে না সে আসনের ভোটাররা ওই উপজেলার অন্য আসনে ভোট দিতে পারবেন। এদিকে প্রার্থীদের মনোনয়নপত্র নির্বাচন কমিশন বৈধ ঘোষণার পর থেকে প্রার্থীরা ভোটারদের সাথে যোগাযোগ শুরু করেছেন। কেউ কেউ নিজ নিজ দলের নেতাকর্মীদের দিয়ে ভোট চাইছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।