এবার সিরাজগঞ্জে শিশুর পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১১:১৪ এএম, ১৬ জুলাই ২০১৭

সিরাজগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কাইয়ুম নামে পোল্ট্রি ফিড তৈরির কারখানার এক শিশু শ্রমিককে হত্যার চেষ্টা চালানো হয়েছে। শিশুটি এখন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার রাতে প্রথমে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিশু ওয়ার্ডের সার্জিক্যাল ইউনিটে ভর্তি এবং পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রোববার দুপুরে তাকে আইসিইউ থেকে সংকটাপন্ন অবস্থায় অপারেশন থিয়েটারে নেয়া হয়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. নির্মলেন্দু চৌধূরী শিশু কাইয়ুমের শারীরিক অবস্থার বিবরণ দিয়ে জানান, সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান আবদুল মোতালেব হোসেনের নেতৃত্বে মেডিকেল টিম গঠন করা হয়েছে। পরীক্ষা-নীরিক্ষায় দেখা গেছে, কাইয়ুমের নাড়ির একাধিক জায়গা বাতাসের প্রচণ্ড চাপে ছিড়ে গেছে। তাই অপারেশনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অপারেশনের পরই বলা যাবে তার পরিস্থিতি কি?

উল্লেখ্য, গত শনিবার সকালে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকার একটি পোল্ট্রি ফিড তৈরির কারখানায় কর্মরত শিশুকে ধরে কয়েকজন শ্রমিক তার পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। এতে পেট ফুলে সে গুরুতর অসুস্থ হয়ে গেলে অন্য শ্রমিকরা এসে তাকে উদ্ধার করে। পরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়। ক্লিনিক কর্তৃপক্ষের পরামর্শে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে কি কারণে শ্রমিকরা কাউয়ুমের পায়ুপথে বাতাস ঢুকানোর মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে পুলিশ ও তার বাবা-মা জানতে পারেনি। 

শিশুটির বাবা দিনমজুর ইলিয়াস আলী জানান, তিনি ঘটনাটি পরে শুনেছেন। এখন আল্লাহ জানেন কারা কেন এই জঘন্য ঘটনাটি ঘটাল।

লিমন বাসার/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।