এ কেমন শত্রুতা!
কুষ্টিয়ার মিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের দেড় বিঘা জমির কলাগাছ ও এক বিঘা জমির পাট কেটে নষ্ট করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া গ্রামের আশাগড়ি মাঠে বর্গাচাষি সাবান আলী প্রামানিকের জমিতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক সাবান আলী প্রমানিকের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে ওই গ্রামের আব্দুল কাদের মাস্টারের ছেলে তুফান তার লোকজন নিয়ে কলা গাছ কেটে সাবাড় করেছে। এতে তার দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দরিদ্র কৃষক সাবান আলী প্রমানিক অন্যের জমি লিজ নিয়ে কলার আবাদ করেছিলেন। কলাগাছগুলো বেশ বড় হচ্ছিলো। কিন্তু সোমবার ভোরের দিকে গ্রামের তুফান সদল বলে খেতে গিয়ে কলাগাছ কেটে ফেলে এবং তার কিছুদূরে এক বিঘা জমির পাটের ক্ষতি করে পালিয়ে যায়। এ ঘটনায় বর্গাচাষি সাবান আলী প্রামানিকের পথে বসার উপক্রম হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে আহম্মদপুর ক্যাম্পের পুলিশ পাঠানো হয়েছিল। ক্ষতিগ্রস্ত কৃষক মামলা করলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আল-মামুন সাগর/আরএআর/এমএস