ভোলায় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চলছে ভোটগ্রহণ


প্রকাশিত: ০৪:৫৮ এএম, ২৫ মে ২০১৫

ভোলার শহরতলির পশ্চিম ইলিশা ইউনিয়নের আলোচিত ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শূন্য পদের নির্বাচন সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে চলছে। সকাল ৮টায় ভোটকেন্দ্রে ছিল ৪/৫শ ভোটারের উপস্থিতি। ওই ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩১৭৩ জন।

আওয়ামী লীগ ও বিএনপি এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) সমর্থিতসহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকল প্রার্থীর এজেন্টরাই বলছেন, তাদের কোনো অভিযোগ নেই। সুষ্ঠু নির্বাচন হচ্ছে। দেশে এটি উদাহরণ হতে পারে। ভোটকেন্দ্র এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অনেক পুলিশ উপস্থিত রয়েছেন।

সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা আব্দুল হক মারা যাওয়ায় ওই শূন্য পদে নির্বাচন হচ্ছে। চারজন প্রার্থী হচ্ছেন, আব্দুল মান্নান, মো. মোসলেউদ্দিন, মজিবল হক, বিল্লাল হোসেন।

অমিতাভ অপু/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।