বন্যার্ত কেউ না খেয়ে থাকবে না : ত্রাণমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৩:০৪ এএম, ১৮ জুলাই ২০১৭

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দুর্যোগ মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি এবং বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। সুতরাং বন্যার্ত একটি মানুষও না খেয়ে থাকবে না।

সোমবার রাতে লালমনিরহাটের বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে এসে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, এ জেলায় যেন বন্যা না হয় সেজন্য স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে পুনর্বাসন করা হবে। বন্যার পানি নেমে গেলে যারা ঘরে ফিরে যাবেন তাদের চল্লিশ দিনের কর্মসূচি দিয়ে কাজের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে যাদের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে পানি নেমে যাওয়ার পরেই তাদের তালিকা তৈরি করে পুনর্বাসন করা হবে।

সভায় প্রাথমিক ও গণশিক্ষা সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় যখনই দেশে বড় কোনো দুর্যোগ দেখা দিয়েছে, তখনই সরকার অত্যন্ত সাফল্যের সঙ্গে দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছে।বন্যার্তদের পাশে দাঁড়াতে তিনি জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

লালমনিরহাটের জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানের সভাপতিত্বে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় আরও বক্তব্য দেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ প্রমুখ।

রবিউল হাসান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।