কোটালীপাড়ায় পুলিশ সুপারের বিদায়ী সংবর্ধনা


প্রকাশিত: ০৯:২০ এএম, ২৫ মে ২০১৫

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে কোটালীপাড়া থানার পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে থানার হলরুমে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফ।

বিদায়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমানের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক সরদার, ইউপি চেয়ারম্যান মুন্সী এবাদুল ইসলাম, সমাজ সেবক আব্দুল আউয়াল শেখ, কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) বেলায়েত হোসেন, এসআই তোতা মিয়া, এএসআই শাহ্ আলম।

এস এম হুমায়ূন কবীর/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।