হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিএমএ’র স্মারকলিপি প্রদান


প্রকাশিত: ১০:২৬ এএম, ২৫ মে ২০১৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা, ভাংচুর ও ডাক্তার-নার্সদের মারপিটের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বিএমএ`র জেলা নেতৃবৃন্দ। সোমবার দুপুর ১ টার দিকে বিএমএ`র একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মো.খলিলুর রহমানের কাছে এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে তারা ভিডিও ফুটেজের মাধ্যমে সনাক্তকৃত এ ঘটনায় জড়িত মাওলানা মোর্তুজা এবং অন্যান্য হামলাকারীদের ৭ দিনের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনা, হাসপাতালের স্থাপনা, আসবাবপত্র ও যন্ত্রপাতি সংস্কার ও সরবরাহের মাধ্যমে চিকিৎসা সেবার পরিবেশ সৃষ্টি করা, হাসপাতাল সংলগ্ন অবৈধ স্থাপনাসমূহ ভেঙে ফেলা, চিকিৎসা সেবায় সংশ্লিষ্ট সকলের জীবনের নিরাপত্তা বিধান নিশ্চিত করার দাবি জানান।  

স্মারকলিপি প্রদানকালে বিএমএ জেলা শাখার ডা. পরিমল সরকার, ডা. হুমায়ূন কবীর, ডা. আব্দুল­াহ আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লে­খ্য, গত শুক্রবার এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একদল বিক্ষুদ্ধ জনতা ও মাদ্রাসা ছাত্র টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও ব্যাপক ভাংচুর চালায়। এসময় কর্তব্যরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পবিত্র কুমার কুন্ডু ও নাসিং অফিসার কাকতী রাণী বলসহ হাসপাতালের বেশ কিছু কমকর্তা ও কর্মচারীকে ব্যাপক মারধর করা হয়। হাসপাতালটি পরিণত হয় ধ্বংস স্তুপে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকার মতো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় ডা.পবিত্র কুন্ডুকে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্বদ্যিালয় হাসপাতালে পাঠানো হয়।

এসএম হুমায়ুন কবীর/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।