কলেজ মাঠে তরুণীর মরদেহ
কুষ্টিয়া সরকারি কলেজের খেলার মাঠ থেকে অজ্ঞাত (২৫) তরুণীর মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। বুধবার সকালে কলেজ মাঠের মাঝামাঝি স্থান থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম জানান, সকালে স্থানীয়রা পুলিশকে খবর দেন সরকারি কলেজ মাঠে এক তরুণীর মরদেহ পড়ে রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, মরদেহের গলাই ও থুতনিতে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে অন্য কোনো স্থানে হত্যা করে মঙ্গলবার রাতের যেকোনো সময় মরদেহটি এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে।
কুষ্টিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. আমজাদ হোসেন জানান, আমি কয়েকদিন যাবত ঢাকাতে অবস্থান করছিলাম। ভোরে ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হই। পথের মধ্যে ছাত্র নেতারা মোবাইলে আমাকে জানায় কলেজের মাঠের মধ্যে এক তরুণীর মরদেহ পড়ে আছে। ঘটনা তদন্তের জন্য পুলিশকে চিঠি দেয়া হয়েছে।
তবে মৃত্যুর সঠিক রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ। তবে প্রেম ঘটিত কারণে হত্যাকান্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।
আল-মামুন সাগর/এফএ/আরআইপি