কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে যুবলীগের হামলা
কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপি কার্যালয়ে সদস্য ফরম বিতরণকালে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামের ওপর হামলা চালিয়েছে যুবলীগের নেতাকর্মীরা।
হামলাকারীদের এলোপাতাড়ি মারধরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সেই সঙ্গে শহিদুল ইসলামের ব্যবহৃত প্রাইভেটকার ও চারটি মোটরসাইকেল ভাঙচুর করে তারা।
বুধবার বেলা ১২টার দিকে মিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপির সদস্য সংগ্রহের ফরম বিতরণকালে এ হামলা চালানো হয়।
আহতরা হলেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুল হক, সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, পৌর বিএনপির সভাপতি আব্দুর রসিদসহ ১০ জন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহীদুল ইসলামের নেতৃত্বে মিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে দলের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চলছিল।
দুপুর ১২টার দিকে ২০-২৫ জনের সশস্ত্র বাহিনী এসে তাদের ওপর হামলা চালায়। তারা বিএনপি নেতাকর্মীদের এলোপাতাড়ি মারধর করে। পরে হামলকারীরা কার্যালয়ের সামনে থাকা অধ্যাপক শহীদুল ইসলামের ব্যক্তিগত প্রাইভেটকারসহ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় ১০ জন আহত হয়।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপি কার্যালয়ে যুবলীগের কর্মীরা হামলা চালায়। এ সময় হাতাহাতির ঘটনা ঘটে। তবে কার নেতৃত্বে হামলা চালানো হয়েছে তা জানেন না বলে জানান ওসি।
আল-মামুন সাগর/এএম/জেআইএম