নওগাঁয় বাড়ির সানসেট ভেঙে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১২:২৪ পিএম, ১৯ জুলাই ২০১৭

নওগাঁর বদলগাছী উপজেলায় বাড়ির সানসেট ভেঙে চাপা পড়ে দুইজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার সাগরপুর গোয়ালপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সাগরপুর গোয়ালপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ট্রাক্টরের মালিক লিটন হোসেন (২৪) ও মিজানুর রহমানের ছেলে শ্র্রমিক নাজমুল হক (২৫)। 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামে লিটন হোসেনের শ্বশুর জিল্লুর রহমানের বাড়িতে ট্রাক্টর রাখা হতো। বুধবার সকালে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে ট্রাক্টরটি বের করে নিয়ে যান লিটন। দুপুরে তিনি ওই বাড়িতে ট্রাক্টর রাখার জন্য নিয়ে আসেন। ট্রাক্টরটি বাড়ির সামনের রাস্তায় রেখে বাড়ির লোহার দরজা খোলার চেষ্টা করছিলেন লিটন হোসেন, শ্রমিক নাজমুল হক এবং অকিল চন্দ্র। 

দরজাটি সহজে না খোলায় লিটন দরজার নিচ দিয়ে শাবল দিয়ে উপরের দিকে উঠানোর চেষ্টা করছিলেন। এ সময় মুহূর্তেই প্রাচীরের উপরে থাকা সানসেটটি ভেঙে নিচে পড়ে। এতে সানসেটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান ট্রাক্টরের মালিক লিটন হোসেন ও শ্র্রমিক নাজমুল হক। অপর শ্রমিক অকিল দৌড় দিয়ে রক্ষা পান। পরে স্থানীয়রা এসে সানসেটের নিচে চাপা পড়া দুইজনের মরদেহ উদ্ধার করে। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বদলগাছী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা অলি আহম্মেদ রুমি চৌধুরী ও বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহিনুর রহমান শাহিন। এ সময় চেয়ারম্যান মোস্তফা অলি আহম্মেদ রুমি চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহিনুর রহমান শাহিন বলেন, এটি একটি দুর্ঘটনা। এ ঘটনায় নিহতদের পরিবার কোনো অভিযোগ করেনি।

আব্বাস আলী/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।