ঝিনাইদহে বজ্রপাতে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:৩৩ এএম, ২১ জুলাই ২০১৭
প্রতীকী ছবি

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলার হরিহরা গ্রামে এ ঘটনা ঘটে। বজ্রপাতে আহত হয়েছেন আরও এক কৃষক।  

নিহতরা হলেন- মোহন মোল্ল্যার ছেলে রতন মোল্ল্যা (৩৪) ও ওয়াজ মণ্ডল (৫৬)। আহতের নাম আকিদুল মন্ডল। তারা সবাই হরিহরা গ্রামের বাসিন্দা।

শৈলকূপা থানার ওসি আলমগীর হোসেন জানান, সকাল থেকেই নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে। বজ্রপাতের সময় তারা মাঠে কাজ করছিলেন। দু’জনেই ঘটনাস্থলেই মারা যান।  

আহত ব্যক্তি শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।   

আহমেদ নাসিম আনসারী/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।