ভোলায় ডাকাতের হামলায় আরো একজনের মৃত্যু


প্রকাশিত: ০৫:৫১ এএম, ২৬ মে ২০১৫

ভোলার চরফ্যাশনের পৌর উত্তরফ্যাশন এলাকার গাজী বাড়িতে মুখোশধারী ডাকাতদের সন্ত্রাসী হামলায় ১০ জন আহতের মধ্যে মঙ্গলবার আরো একজন নিহত হয়েছেন। নিহত জাকির হোসেন (২৮) শ্রমিক লীগ সম্পাদক। একই ঘটনায় তার ভাই আওয়ামী লীগ নেতা লিটন (২৪) ও চাচাত ভাই আলাউদ্দিন (২৯) গত শনিবার নিহত হন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে।

গত শনিবার রাত ১২টায় গাজী বাড়িতে হানা দিয়ে আহত ও নিহতদের কুপিয়ে জখম করেন অস্ত্রধারীরা। এসময় ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকাও লুট করে নিয়ে যান ডাকাত দল। স্থানীয়রা বলছেন, এটা নিছক ডাকাতি নয়। পূর্ব শক্রতার জের হতে পারে। শহীদ গাজী বাড়িতে ডাকাতির খবর পেয়ে পাশের বাড়ির শ্রমিক লীগ নেতা জাকির তার ভাইদের নিয়ে ওই বাড়িতে গেলে তাদের কুপিয়ে জখম করেন ডাকাতরা। এসময় গ্রামবাসীরা ছুটে এলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতরা পালিয়ে যান।

এদিকে ঘটনার ৪ দিন পরও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জাগো নিউজকে বলেছেন, তাদের বিশেষ দুটি দল মাঠে অভিযান শুরু করেছে। রহস্য উদঘাটন করা হচ্ছে।

অমিতাভ অপু/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।