নওগাঁয় দুই স্কুলছাত্র নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১১:০২ এএম, ২২ জুলাই ২০১৭

নওগাঁর সাপাহার উপজেলায় দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। তারা দুইজন উপজেলার পাইলট উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্র।

তারা হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলমের ছেলে আহসানুল আলম অনুপম (১৫) এবং মির্জাপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল উদ্দীনের ছেলে নাইমুর রহমান দূর্জয় (১৫)। তারা দুইজনে বন্ধু।

গতকাল শুক্রবার (২১ জুলাই) সকাল ৬টায় অনুপম প্রাইভেট শিক্ষকের নিকট ও দূর্জয় নওগাঁ বালুডাঙ্গা খালার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত তারা কেউ বাড়িতে না ফেরায় দুই পরিবারের লোকজন সম্ভাব্য স্থানসহ সকল আত্মীয়ের বাড়িতে খোঁজ নেয়। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পাশাপাশি তাদের ব্যবহৃত ফোনটিও বন্ধ রয়েছে।

আহসানুল আলম অনুপমের বাবা শিক্ষক সাজেদুল আলম বলেন, প্রতিদিনের মতো সকালে অনুপম প্রাইভেট পড়তে যায়। শুক্রবার সকাল ৬টার দিকে আমার মা অনুপমের দাদিকে প্রাইভেট পড়তে যাওয়ার আগে বলে যায় টেবিলে নাস্তা সাজিয়ে রাখতে।

এরপর দুপুর পর্যন্ত আর অনুপম বাড়িতে আসেনি। তার মা জেলার পোরশায় নানার বাড়িতে ছিল। খবর পেয়ে বাড়িতে চলে আসে। অনুপম তার বন্ধু দূর্জয়ের সঙ্গে নওগাঁয় তার খালার বাড়িতে যাওয়ার কথা শুনে নিশ্চিত ছিলাম। কিন্তু খোঁজ নিয়ে জানতে পারি সেখানে তারা যায়নি। তবে অনুপমের ঘরে তার ব্যাগ ও জামা কাপড়ও দেখছি না।

দূর্জয়ের বাবা জালাল উদ্দীন বলেন, তাদের দুইজনকে বিকেলে নওগাঁ বালুডাঙা বাসস্ট্যান্ডে ঘুরতে দেখেছে আমার এক আত্মীয়। এরপর আর জানা যায়নি। কোনো আত্মীয়-স্বজনের বাড়িতেও পাওয়া যাচ্ছে না। তাদের মোবাইল ফোন ও বন্ধ আছে।

সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ঘটনায় শুক্রবার রাতে থানায় পৃথক দুইটি সাধারণ ডায়েরি হয়েছে।

আব্বাস আলী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।