মির্জাপুর ক্যাডেটে একজন বাদে সবাই জিপিএ-৫ পেয়েছে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৯:০৯ এএম, ২৩ জুলাই ২০১৭

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ একজন বাদে সকলেই জিপিএ-৫ পেয়েছে। কলেজ সূত্রে জানা যায়, কলেজ থেকে বিজ্ঞান বিভাগের ৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। 

এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন শিক্ষার্থী। এছাড়া অনিয়মিত মো. নাহিদ হোসেন সাকিব এ গ্রেড পেয়েছে বলে সূত্রটি জানিয়েছেন।

এ ব্যাপারে মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. ওহিদুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, নিয়ামানুবর্তীতা, ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সচেতনতা এবং অক্লান্ত পরিশ্রমের ফলেই এই সুন্দর ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।