আদালত প্রাঙ্গণে মারপিট : দুই পুলিশকে কারণ দর্শানোর নির্দেশ


প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২৬ মে ২০১৫

আদালতে হাজিরা দিতে আসা এক ব্যক্তিকে আদালত প্রাঙ্গণ থেকে ধরে নিয়ে বেধড়ক মারপিট করার অভিযোগে আদালত চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের দুই সদস্যকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে। আগামী ৭ দিনের মধ্যে স্বশরীরে হাজির হয়ে এ বিষয়ে কারণ দর্শাতে নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শওকত হোসেন এ নির্দেশ দেন।

আইনজীবীরা জাগো নিউজকে জানান, ফরিদগঞ্জ উপজেলার কাচিয়ারা গ্রামের মাকসুদুর রহমান মাসুদ নামের এক ব্যক্তি চেক জালিয়াতি সংক্রান্ত একটি মামলায় হাজিরা দেয়ার জন্য মঙ্গলবার সকালে চাঁদপুরের জেলা ও দায়রা জজ আদালতের সামনে আসে। বেলা সাড়ে ১১টার দিকে ফরিদগঞ্জ থানার এসআই নিজামউদ্দিন ভূইয়া ও এএসআই ওমর ফারুকের নেতৃত্বে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে টেনে হিঁচড়ে মারতে মারতে গাড়িতে তুলে নিয়ে যায়। প্রায় অর্ধমৃত করে চিকিৎসা না দিয়ে তাকে জেলা গোয়েন্দা শাখার অফিসে নিয়ে ফেলে রাখা হয়।

বিষয়টি মাকসুদুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট সেলিম আকবর জানতে পেরে আদালতকে তা অবহিত করেন। আদালত তাৎক্ষণিক টেলিফোনের মাধ্যমে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জকে ওই ব্যক্তিকে আদালতে হাজির করার নির্দেশ দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় আদালতে হাজির করা হলে আদালত তার জামিন মঞ্জুর করেন এবং দায়ী দুই পুলিশ সদস্যকে ৭ দিনের মধ্যে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশ দেন। মাকসুদুর রহমানকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইকরাম চৌধুরী/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।