জয়পুরহাটে শিশু অপহরণের দায়ে ৬ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২৩ জুলাই ২০১৭

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় শিশু সাদ্দাম হোসেন অপহরণ মামলায় ছয়জনের যাবজ্জীবন এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. মো. আব্দুল মজিদ জনাকীর্ণ আদালতে  এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়া জেলার দুঁপচাচিয়া উপজেলার ফেরদৌস হোসেন, আব্দুল কাদের, ছয়মুদ্দিন মিয়া, ফাহমেদা বেগম। পলাতক আসামিরা হলেন- ইব্রাহীম হোসেন ও আব্দুর রহিম।

মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ১১ নভেম্বর রাতে ৯ বছরের শিশু সাদ্দামকে অপহরণ করে আসামিরা। পরে তার বাবার কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

অপহরণের ২ দিন পর ২৪ নভেম্বর বগুড়া জেলার দুপচাঁচিয়া বেড়াই গ্রামের বাসট্যান্ড থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। পরে আক্কেলপুর থানায় আটজনকে আসামি করে সাদ্দামের বাবা আব্দুস সামাদ মামলা করেন।

আদালতে অভিযোগপত্র দাখিলের পর দীর্ঘ শুনানি শেষে ১৫ বছর পর সাক্ষী প্রমাণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন। ৮ জন আসামির মধ্যে একজন মৃত্যুবরণ করেন ও একজন খালাস পেয়েছেন।

সরকারি আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট গোকুল চন্দ্র মন্ডল ও এপিপি অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী।

এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিমান চন্দ্র বসাক, অ্যাডভোকেট এসকে এম হুদ।

রাশেদুজ্জামান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।