কলেজ ভবন নির্মাণে বাঁশ : গ্রেফতার তিনজন জেলহাজতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ২৩ জুলাই ২০১৭

সিলেটের ওসমানী নগর উপজেলার গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজ ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের গ্রেফতার তিনজনকে ৫৪ ধারায় জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসমানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যাহ বলেন, কলেজের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে গ্রেফতার তিনজনকে রোববার ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিদ আজাদ বাদী হয়ে দুর্দীতি দমন কমিশন (দুদক) সিলেট আঞ্চলিক অফিসের উপপরিচালক বরাবরে ভবন নির্মাণে অনিয়মের বিষয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭-৮  জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন- ঠিকাদারি প্রতিষ্ঠান পুষ্পা কনস্ট্রাকশনের মালিক রাখাল দেব, শিক্ষা প্রকৌশল অধিদফতর সিলেট অফিসের প্রকৌশলী তাজুল ইসলাম, ৩য় ও ৪র্থ তলার সাব ঠিকাদার শাহ আলম ও তার সহযোগী আবদুল কাইয়ুম ও লোকমান হোসেনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।

উল্লেখ্য, স্থানীয় শিক্ষা প্রকৌশল অধিদফতরের আওতায় গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ৩ কোটি টাকা ব্যয়ে ৪ তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয় গত বছরের আগস্ট মাসে।

টেন্ডারের মাধ্যমে কাজের দায়িত্ব পায় পুষ্পা কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের অনিয়মের অভিযোগে গত শনিবার ৩য় ও ৪র্থ তলার ঠিকাদার শাহ আলমসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

ছামির মাহমুদ/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।