পিপিকে ‘সেরা ঘুষখোর’ বলে ফেঁসে গেলেন আ.লীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ২৪ জুলাই ২০১৭

শেরপুর আদালতের স্পেশাল পিপি গোলাম কিবরিয়া বুলুকে ‘সেরা ঘুষখোর’ বলায় আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য বদিউজ্জামান বাদশা’র বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে।

আদালতের সমন পেয়ে সোমবার দুপুরে আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান বাদশা জামিন প্রার্থনা করলে মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুর রহমান তার জামিন মঞ্জুর করেন। আগামী ২৯ সেপ্টেম্বর মামলাটি বিচারের জন্য আদালত পরবর্তী তারিখ ধার্য করেছেন।

বদিউজ্জামান বাদশা’র আদালতে হাজির হওয়ার সংবাদে উৎসুক জনতা এবং তার কয়েকশ কর্মী-সমর্থককে আদালত প্রাঙ্গণে ভিড় করতে দেখা যায়। জামিন হওয়ার পর তারা সহাস্যে আদালত অঙ্গন ত্যাগ করেন।

বিবাদীপক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম মোছাদ্দেক ফেরদৌসী জানান, ১০ হাজার টাকা জামিননামায় আদালত আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান বাদশা’র জামিন মঞ্জুর করেছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি শেরপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে স্পেশাল পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু বাদী হয়ে এ মানহানি মামলা করেন।

গত ৭ জুন নালিতাবাড়ী থানা পুলিশের ওসি (তদন্ত) মামলাটির তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালত বদিউজ্জামান বাদশার বিরুদ্ধে সমন জারি করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি শেরপুর জেলা শহরের রঘুনাথবাজার মোড়ে আওয়ামী লীগের এক প্রতিবাদ সভায় বক্তব্য দেন কৃষিবিদ বদিউজ্জামান বাদশা।

বক্তব্যে বাদশা নালিতাবাড়ীর অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলুকে জেলা আওয়ামী লীগে স্থান না দেয়াটা ভালো হয়েছে বলে উল্লেখ করে বলেছেন, ‘তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপির দায়িত্বের নামে জেলায় সেরা ঘুষখোর হিসেবে পরিচিতি পেয়েছেন। এজন্য স্পেশাল পিপির পদ থেকেও তাকে অপসারণ করা প্রয়োজন।’

তার ওই বক্তব্য বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ-প্রচার হওয়ায় গোলাম কিবরিয়া বুলুর রাজনৈতিক, সামাজিক ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা মানহানিকর অপরাধ হিসেবে বাংলাদেশ দন্ডবিধির ৫০০ ধারার অপরাধ বলে উল্লেখ করে মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিচার প্রার্থনা করা হয়।

হাকিম বাবুল/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।