২১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৩:০১ এএম, ২৫ জুলাই ২০১৭
ফাইল ছবি

দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার বেলা সাড়ে ১১টা থেকে টানা ২১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে পুনরায় লঞ্চ চলচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। 

বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, টানা বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে নদীতে ঢেউয়ের সৃষ্টি হয়। এতে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফলে দুর্ঘটনা এড়াতে সোমবার বেলা সাড়ে ১১টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকে। সকাল থেকে বৃষ্টি না হওয়ায় পদ্মা নদী শান্ত রয়েছে। 

বি.এম খোরশেদ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।