কলেজছাত্রীকে পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:২০ এএম, ২৬ জুলাই ২০১৭

সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রীকে যৌন নির্যাতন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সদর উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক সাদ্দাম হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি বৈঠকে ছাত্রলীগ নেতা সাদ্দামকে বহিষ্কার করা হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেন স্বাক্ষরিত পত্রে এই বহিষ্কার করা হয়।

বুধবার সকালে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. একরামুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কলেজ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের জরুরি বৈঠকে ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

Sirajgong

এরআগে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক ছাত্রীকে সহপাঠীদের সামনে পেটান সাদ্দাম হোসেন নামে ওই ছাত্রলীগ নেতা। উপর্যুপরি চড়থাপ্পড় ও কিলঘুষিতে ওই ছাত্রীর চশমা ভেঙে ফেলেন সাদ্দাম।

মঙ্গলবার দুপুর ২টার দিকে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বিএনসিসি অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাদ্দামকে আটকের আশ্বাস দেয়। পরে বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সাদ্দামকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ছাত্রলীগ নেতা সাদ্দাম সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার বিষয়ক সম্পাদক ও শহরের দত্তবাড়ি মহল্লার আব্দুল মজিদের ছেলে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।