বৃষ্টিতে কুমিল্লায় দুই হাজার পরিবার পানিবন্দি
গত দুইদিনের টানা বর্ষণে কুমিল্লা মহানগরী ও এর আশপাশের এলাকার অন্তত দুই হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সিটি কর্পোরেশনের অশোকতলা, ছায়াবিতান, ভিক্টোরিয়া কলেজ রোড, উত্তর রেইসকোর্স, কাঠেরপুল, মুরাদপুর, চকবাজার, ঠাকুরপাড়া, মনোহরপুর, বাগানবাড়ি, দক্ষিণ চর্থাসহ নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এসব এলাকার রাস্তা-ঘাট ও বাসা-বাড়িতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে পানিবন্দি লোকজন চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছে। অনেক বাসায় পানি উঠে যাওয়ায় রান্নার কাজও বন্ধ রয়েছে। ড্রেনের নোংরা পানিতে বন্দি লোকজনের দুর্ভোগ অবর্ণনীয়। এছাড়া টানা বৃষ্টিতে মৌসুমী সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কু জানান, দেশের অন্যসব নগরী থেকে কুমিল্লায় জলাবদ্ধতা কম। বেশি বৃষ্টিপাত হলে কিছু কিছু এলাকা থেকে পানি সরে যেতে বিলম্ব হয়ে রাস্তা ও বাসা বাড়িতে পানি উঠে যায়। কিন্তু এসব জলাবদ্ধতা স্থায়ী হচ্ছে না বলে দাবি করেন মেয়র।
কামাল উদ্দিন/আরএআর/এমএস