ঝিনাইদহে নব্য জেএমবির ৩ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০১:০৩ পিএম, ২৭ জুলাই ২০১৭

ঝিনাইদহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নব্য জেএমবির সরোয়ার-তামিম গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সদর উপজেলার বারইখালি গ্রামের মুজিবরের ছেলে মনোয়ার হোসেন (৩০), পার্শ্ববর্তী পোড়াহাটি গ্রামের আমিরুল ইসলামের ছেলে রানা হোসেন (২৫) ও কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রামের শহর আলীর ছেলে আশনাফুল আলম।

বৃহস্পতিবার বিকাল বিকাল ৫ টার দিকে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকালে জেলার সদরের পোড়াহাটি ইউনিয়ন ও কোটচাঁদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদেরকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম মনিরুজ্জামানের আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় জঙ্গি সংশ্লিতায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

তিনি আরও জানান, গ্রেফতাররা জেলা সদরের চুয়াডাঙ্গা গ্রামের জঙ্গি আস্তানা থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক মামলার আসামি ও নব্য জেমমবির সরোয়ার-তামিম গ্রুপের সদস্য।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।