পাহাড়ধসে নিখোঁজ আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার
বান্দরবানের পাহাড়ধসে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা গৌতম নন্দীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বান্দবানের বেতছড়া এলাকা থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতালে আনা হয়েছে।
নিহতের স্বজন শ্যালক সৌমেন দাস বলেন, রোয়াংছড়ি উপজেলার বেতছড়া এলাকার সাঙ্গু নদীর তীরে কাদায় তলিয়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধারের খবর পুলিশ আমাদের জানাই। পরে আমরা সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করি।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর আলী জানান, নিহত ব্যাংক কর্মকর্তার মরদেহ শনাক্ত করেছে স্বজনরা। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, বান্দরবান-রুমা সড়কের দলিয়ান পাড়া এলাকায় পাহাড়ধসে এর আগে চিংমেহ্লা মারমা (১৯) ও মুন্নি বড়ুয়ার মরদেহ উদ্ধার করা হয়। এখনও পোস্ট মাস্টার রবিউল ইসলাম এবং রুমা সাংগু জুনিয়র হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী মেসিং মার্মার মরদেহ উদ্ধার করতে পারেনি দমকল বাহিনীর সদস্যরা।
সৈকত দাশ/এফএ/এমএস