হাতির পায়ে পিষ্ট হয়ে গারো যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৯:২১ পিএম, ২৯ জুলাই ২০১৭
ফাইল ছবি

শেরপুরে সীমান্তবর্তী গারোপাহাড় এলাকার ঝিনাইগাতি উপজেলার ছোট গজনি গ্রামে বন্যহাতির আক্রমণে এক গারো যুবক মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পলোদফ সাংমা (৩৫) ওই গ্রামের রনেন কুবির ছেলে।

বনবিভাগের ঝিনাইগাতীর রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. কবীর হোসেন বন্যহাতির আক্রমণে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া রেঞ্জের আওতায় ছোট গজনি এলাকায় খাদ্যের সন্ধানে আনুমানিক ৫০-৬০টির বন্যহাতি পাহাড় থেকে লোকালয়ে নেমে এসে তাণ্ডব চালায়। এসময় হাতির দল ওই গ্রামের রনেন কুবির ঘরের পাশের শিমুল আলু ক্ষেতে নেমে আলু খেয়ে, পায়ে মাড়িয়ে বিনষ্ট করতে থাকে। এদিকে রনেন কুবির ছেলে পলোদফ সাংমা হাতি তাড়াতে গেলে দলের একটি হাতি দৌড়ে এসে তাকে পা দিয়ে পৃষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গ্রামের মানুষ হাতি তাড়াতে চেষ্টা করে এবং গ্রামবাসী আতঙ্কে রয়েছেন।

জেডএ

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।