চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ৩০ জুলাই ২০১৭
ফাইল ছবি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার নাসিরকোটের মালাপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে জুনায়েদ (৫) ও ইয়াছিন (৫) নামে শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার মালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ ওই এলাকার আবদুস ছাত্তারের ছেলে ও ইয়াছিন মো. মজিবের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে তারা দুজন বাড়ির ওঠানে খেলা করছিল। খেলতে খেলতে সবার অগোচরে হঠাৎ তারা বাড়ির লাগোয়া পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ওইদিন বিকেলে পরিবারের লোকেরা পুকুরে দুই শিশুর মরদেহ ভেসে উঠতে দেখে। সেখান থেকে তাদের উদ্ধার করে শিশু দুজনকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. মো. তাহের শিশুদের মৃত ঘোষণা করেন।

আরএআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।