নতুন নেতৃত্ব পেল হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৬:৩২ এএম, ২৯ মে ২০১৫

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ চলে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন চলাকালে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছিল প্রশাসন। এছাড়া মোবাইল কোর্টেরও ব্যবস্থা রাখা হয়েছিল।

বৃহস্পতিবার রাত ১টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলের ভিত্তিতে নির্বাচনে সভাপতি পদে আহসান হাবিব অরুন (সাইকেল), সাধারণ সম্পাদক পদে হায়দার পারভেজ  সুজন (ছাতা) ও সাংগঠনিক সম্পাদক পদে (মই) নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে জামাল উদ্দিন কিরণ তালুকদার (দোয়াত কলম), সহ-সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন মিন্টু (হাতী মার্কা), দফতর সম্পাদক পদে জামাল উদ্দিন মজুমদার (হরিণ), প্রচার সম্পাদক পদে হারুনুর রশিদ (বক), অর্থ সম্পাদক পদে সাংবাদিক হাসান মাহমুদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মো. শাহাব উদ্দিন (ক্রিকেট), বাণিজ্য সম্পাদক পদে দেলোয়ার হোসেন মুন্সী (মোটরসাইকেল), শিল্প সম্পাদক পদে মাসুদ হোসেন (ঘুড়ি মার্কা) নির্বাচিত হয়েছেন।

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী এলাকাকে ৭টি ওয়ার্ডে বিভক্ত করে সেখানে কমিশনার পদে নির্বাচন হয়। ১নং ওয়ার্ডে ২টি কমিশনার পদে আবু নোমান রিয়াদ (ডাব) ও মো. মনির হোসেন (মোরগ), ২নং ওয়ার্ডে ২টি কমিশনার পদে রফিকুল ইসলাম (মোবাইল সেট) ও মো. মনিরুজ্জামান মজুমদার (বৈদ্যুতিক বাল্ব), ৩নং ওয়ার্ডে ৩টি কমিশনার পদে জিসান আহমেদ সিদ্দিক (মোবাইল সেট), মো. আমির হোসেন (বৈদ্যুতিক বাল্ব) ও অলিউল­া (হাত ঘড়ি), ৪নং ওয়ার্ডে ২টি কমিশনার পদে আলহাজ্ব কবির আহমেদ (মোরগ) ও  মো. মেন্দু মিয়া (মোবাইল সেট), ৫নং ওয়ার্ডে ৩টি কমিশনার পদে মো. মোশারফ হোসেন লিটন (মোবাইল সেট), মো. মিজানুর রহমান (ডাব) ও খোরশেদ আলম (বৈদ্যুতিক বাল্ব), ৬নং ওয়ার্ডে ২টি কমিশনার পদে তাপস সাহা বৈদ্যুতিক বাল্ব মার্কা ও নিতাই চন্দ্র সাহা ডাব এবং ৭নং ওয়ার্ডে ৪টি কমিশনার পদে বাহালুল আলম খোকন (বট গাছ), মাসুদ মজুমদার (হাত ঘড়ি) দয়াল রঞ্জন চক্রবর্তী (ডাব) ও মনির হোসেন (মোবাইল) নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, হাজীগঞ্জ উপজেলার সবচেয়ে উৎসব মুখর নির্বাচন ছিল এটি। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মমতাজ দৌলতানা ও নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন ইকবালুজ্জামান ফারুক। নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান বাবলু। ২৮টি পদে ৫৮ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া সম্পাদকীয় পদে ২৮ জন প্রার্থী ও ওয়ার্ড কমিশনার পদে ৩১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

ইকরাম চৌধুরী/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।