আশুলিয়ায় ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ০১ আগস্ট ২০১৭

সাভারের আশুলিয়ায় ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের আড়াই ঘণ্টার প্রচেষ্টায় রাত ১টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আব্দুস সামাদ আজাদ আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল পবদারটেক এলাকার একটি গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একসঙ্গে অনেকগুলো টিনশেট গোডাউন রয়েছে। এর মধ্যে মতিনের গোডাউন থেকে আগুনে সূত্রপাত।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আল মামুন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।