ভোট গ্রহণ চলছে মাগুরা-১ আসনের উপনির্বাচনে


প্রকাশিত: ০৬:১০ এএম, ৩০ মে ২০১৫

মাগুরা-১ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-১ নির্বাচনী এলাকায় মোট ভোট কেন্দ্র ১৪০টি। মোট ভোটার ৩ লাখ ২৩ হাজার ১৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৩শ ৪২ জন এবং নারী ভোটার ১ লাখ ৬২ হজার ৮শ ২ জন।

এ উপনির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার জন্য র‌্যাব, পুলিশ, বিজিবি সমন্বয়ে মোট ৫০টি মোবাইল টিম, ৯টি স্পেশাল মোবাইল টিম, ৮টি স্ট্রাইকিং ফোর্স এবং ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৪টি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) নির্বাচনী এলাকায় নিয়োজিত রয়েছে।

১৪০টি ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ১০৫টি ভোট কেন্দ্রে ১ জন পুলিশ অফিসারসহ ২৪ জন করে এবং অন্য ৩৫টি কেন্দ্রে ১ অফিসারসহ ২২জন করে পুলিশ ও আনসার দায়িত্ব পালন করছে।

উল্লেখ্য, ৪ বার নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগ দলীয় মো. সিরাজুল আকবর গত ৯ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় এ আসনটি শূণ্য হয়।

আরাফাত হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।