যৌন নির্যাতন মামলায় আরো দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
কলেজ ছাত্রী যৌন নির্যাতন মামলায় সিরাজগঞ্জের কাজীপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নাটুয়াপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা ও নাটুয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম ডন। এরা দুইজন নাটুয়ারপাড়ার বাসিন্দা।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু রাত সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করে জানান, এর আগে বুধবার রাতে সুমাইয়া পারভীন ৬ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করে। পরে পুলিশ নাটুয়ারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ ছাত্রলীগকর্মীকে আটক করে বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে হাজির করে। পরে আদালতের বিচারক সিরাজগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।
এরা হলেন, কাজীপুর উপজেলার চরগিরিশ এলাকার হযরত আলীর ছেলে ফরহাদ হোসেন রেজা, আমির উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ, সেজাব শেখের ছেলে মুকুল হোসেন ও আব্দুল হামিদের ছেলে ছাত্রলীগ কর্মী আল-আমিন।
কাজীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) পিয়ারুল ইসলাম জানান, গত বুধবার (২ আগষ্ট) দুপুরে বগুড়া জেলার শেরপুর উপজেলার হামছায়াপুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে সুমাইয়া পারভীন তার এক বন্ধুকে সাথে নিয়ে কাজিপুর উপজেলার যমুনা নদীর নাটুয়াপাড়া চরে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। এ সময় কয়েকজন যুবক (ছাত্রলীগ কর্মী) তাদের আটক করে যৌন নির্যাতনের চেষ্টা চালায়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে সুমাইয়া পারভীন ও তার বন্ধুকে উদ্ধার করে। এ ঘটনায় সুমাইয়া পারভীন বাদী হয়ে ৬ ছাত্রলীগ নেতাকর্মীকে আসামি করে বুধবার রাতে কাজিপুর থানায় নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই ৪ ছাত্রলীগ কর্মীকে আটক করে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করে। বিকেলে আদালতের নির্দেশে তাদের সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
ইউসুফ দেওয়ান রাজু/এআরএস/পিআর